As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7020

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Aug 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, প্রথমেই জানতে চাই ব্রডব্যান্ড ব্যবসার ইসলামি বৈধতা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের এলাকায় সাবেক সরকার দলীয় লোকের পরিচালনাধীন ব্রডব্যান্ড ব্যবসা তাকে সরিয়ে আমরা পরিচালনা করতে পারবো কিনা? আমরা পরিচালনা করলেও ওই লোকের বিনোয়গকৃত ক্যাবল আমরা ব্যবহার করব।এ অবস্থায় ইসলাম কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে কারো ব্যবসা দখল করা যাবে না। এটা ফিৎনা, মহাবিশৃঙ্খলা। এমন করলে দেশে শৃঙ্খলা কখনই ফিরে আসবে না। যদি সে কোন অন্যায় করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করুন।