আমার স্ত্রীর সাথে রাগারাগির কারণে সে তার বাবার ছিলো কয়েকদিনই। আমি বুঝানোর পরও আসতে চাচ্ছিলও না। এদিকে ঈদের দুইদিন বাকি না আসলে আত্বীয়স্বজন কি মনে করবে। তাই তালাক দেয়ার ভয় দেখাতে চাই। পরে আমি তালাক সম্পর্কে জানতে গিয়ে দেখলাম শর্ত সাপেক্ষে তালাক দেয়া যায়। যদি সে কাজ না করে তাহলে তালাক হয়না। তখন আমি আবার ফোন দেই। বলি তোমাকে আমি শর্ত সাপেক্ষে তালাক দিলাম। এটা শুনেই ভয়ে কেটে দেয় কল, আমি পুরোটা বলতে পারি নাই। আবার কল দিলে আমি বলি পুরো কথাটা আগে শুনো। আমি তোমাকে শর্ত সাপেক্ষে তালাক দিলাম। তৃমি আজ রাত বারোটার মধ্যে বাসায় আসবে। যদি আসো তালাক হবে না। আর যদি না আসো তাহলে তালাক হবে। সেদিন সে বারোটার আগেই আসছিলো।আমি তাকে পরে মাঝ পথ থেকে ঈদের কেনাকাটা করে বাসায় আসছি
এখন আমার প্রশ্ন হলে যে তোমাকে শর্ত সাপেক্ষে তালাক দিলাম বলার কারনে কি তালাক হবে? বলা ভালো আমার এই তালাক নিয়ে সারাদিনই মনের ভিতর ঘুরে। আর ভয় থাকে যদি মুখ দিয়ে বের হয়ে যায়। মূলত আমি তালাক দিতে চাই না কখনোই। কিন্তু মনে এসব আসে শুধু ভয় হয় যদি বলি তাহলে তো ফেরানো যাবে না।