আল্লাহ তা‘আলা কুরআনে শূকরকে হারাম ঘোষণা করেছেন এবং রাসুলুল্লাহ (সাঃ) হাদীসে মৃতপ্রাণীর চর্বি ব্যবহারের কারণে ইহুদিদের নিন্দা করেছেন। তাহলে বর্তমানে যেসকল খাবার এবং সাবান, শেম্পুসহ বিভিন্ন প্রসাধনীতে এসব প্রাণীর চর্বি অথবা গোশত ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহারের বিধান কী? এবং এগুলো ব্যবহার যদি হারাম হয় তাহলে এসব হারাম পণ্যগুলো আইডেন্টিফাই করার উপায় কী? আর এগুলোর বিকল্প হালাল কীসব পণ্য ব্যবহার করা যেতে পারে?