আস-সালামু আলাইকুম
কোনো বাবা মা যদি ছেলের তার বউ এর সাথে ভালো থাকা মেনে নিতে না পারে, সব সময় ছেলের বউ এর ভুল ধরে, আর উনাদের বিবাহিত মেয়েকে কিছুদিন পর পর বাপের বাড়ি এনে তার সাথে আলোচনা করে ছেলের সংসার ওভাবেই চালাতে বাধ্য করে এবং সব সময় আতংকে রাখেন, আর এটা বলেন যে আমরা তো তোর বাবা মা আমদের কোনো ভুল আছে নাকি আমাদের ভুল ধরলে বা আমাদের সব কথা না শুনলে তো জাহান্নামী। আবার আমরা না থাকলে আমাদের রুম এর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করেন বা ননদ দেবর করলেও আমার শাশুরি বলেন ওদের ভাই এর রুম ওরা যা ইচ্ছা করুক। আমার প্রশ্ন হচ্ছে বাবা মা হয়ে গেলে ছেলের সংসার এ অশান্তি করতে চাইলে বা হিংসা করলে উনাদের কোনো ভুল নেই ? আরেকটি প্রশ্ন হচ্ছে ছেলের সংসার এর সব খবর মেয়েকে বলা এবং মেয়েকে বাবার বাড়ি এসে ছেলের সংসার এর সব তদারকি করতে দেওয়া কি উচিৎ?