As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6987

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Jul 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হুজুর  একজন ব্যক্তি প্রকাশ্যে সুদের সাথে জড়িত, এলাকার সবাই তাকে খুব ভালো করে জানে চিনে এবং স্বচক্ষে দেখে তিনি সুদের সাথে জড়িত। ঐ ব্যক্তির কোরবানির গোশত প্রতিবেশী হিসেবে আমি তা গ্রহণ করতে পারবো?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম টাকা দিয়ে কুরবানী করা জায়েজ নয়। আপনার জন্য সর্বোত্তম হলো তার কুরবানীর গোশত না নেয়া। তবে কোন অসহায় গরীব মানুষ তার দেয়া গোশত নিতে পারে, অসহায় মানুষদের কোন গুনাহ হবে না। সমাজের মানুষের উচিত এই ধরণের প্রকাশ্যে পাপে লিপ্ত ব্যক্তিদের সামাজিকভাবে বর্জন করা। সমাজের কোন কাজে তাদের অংশগ্রহণ করতে না দেয়া।