As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6968

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 2 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, পেশাব করার পর প্রায় ই মনে হয় লিঙ্গ থেকে পানি বের হচ্ছে বোধহয়।  যতই পানি দিয়ে ধৌত,  টিস্যু ইউজ করিনা কেন, বার বার এটা মনে হয়। বিসমিল্লাহ বলে পানির ছিটা দিয়েও অস্বস্তি দূর হয় না। মনে হয় নামাজ হচ্ছেনা এমন।  এমতাবস্থায় কি করণীয়? আর এই কাপড় পরে কি পরের ওয়াক্ত নামাজ পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু মনে হলেই কাপড় নাপাক হয়ে যাবে না, আপনার ওযু নষ্ট হয়ে যাবে না। আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সব সন্দেহ পাত্তা দিবেন না। স্বাভাবিকভাবে নামায আদায় করবেন, ঐ কাপড়েই নামায আদায় করবেন।