As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6964

গুনাহ

প্রকাশকাল: 1 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়খ, আমাদের বাবা অত্যন্ত অত্যাচারী মানুষ, প্রচুর মিথ্যা বলেন। তিনি আল্লাহ কে বিন্দু মাত্র ভয় করেন না। আমাদের সাথে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ তো আছেই। আমাদের বিয়ে হয়েছে। আমাদের স্বামী ,শ্বশুর বাড়ির লোকজনকে অনেক ছোট করেন, অপমান করেন। এতে আমাদের বেশ সমস্যা হয়। সহ্য করতে না পেরে, অজস্র অন্যায়ের মধ্যে কিছুর প্রতিবাদ করেছি। পরে যখন জানতে পারি এতটুকু ও কিছু বলা যাবে না, ছুটে গিয়ে কান্না করে মাফ চেয়েছি, যাতে আমার পরকাল ঠিক থাকে। উনি মাফও করেছেন বলেছে ( আমি বার বার জিজ্ঞেস করেছি)। এরপর উনার সাথে আর কোনো লাগাবাজা নেই। কিন্তু উনি এখন অনবরত সবাইকে বলছে আমি উনার সাথে  দুর্ব্যবহার করেছি, আমি যেনো উনার বাসায় কখনো না যাই। আমি যদি মারাও যাই উনি  আমাকে কবর দিতে আসবেন না এবং নানা অভিশাপ…

আমাদের করণীয় কি শায়খ? কান্না করে মাফ চেয়েছি, মাফ করেছেন। আবার বলছেন মাফ করবেন না, অভিশাপ দিচ্ছেন, এটাও কি আমাদের ই দোষ? এর দায় ও কি আমাদের উপরেই বর্তাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মাফ চাওয়ার পর আর কিছু বাকী থাকে না। মাফ না করা ভাল কাজ নয়। আপনি দায়ী থাকবেন না ইনশাআল্লাহ। এমন প্রকাশ্য পাপাচারীদের থেকে দূরে থাকায় শ্রেয়। আল্লাহর কাছে দুআ করতে থাকুন, তিনি যেন সবকিছু ঠিকঠাক করে দেন।