As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6963

মসজিদ

প্রকাশকাল: 26 May 2024

প্রশ্ন

অবৈধভাবে জবরদখল করা হয়েছে এমন জমিতে  নির্মিত মসজিদে নামাজ (জুম্মা বা ওয়াক্তের) পড়লে কি নামাজ আদায় হবে?

উত্তর

যদি নিশ্চিত হন যে, মসজিদের জায়গা অবৈধভাবে জবরদখল করা হয়েছে তাহলে সেখানে নামায আদায় করবেন না। নিশ্চিত না হলে নামায আদায় করা যাবে।