আস-সালামু আলাইকুম। অনেক মানুষ হাতের রেখায় ভাগ্য বিশ্বাস করে। আবার অনেকে হাত গণনা করায় ভাগ্য দেখার জন্য। আমর প্রশ্ন হলো আদোকি হাতে ভাগ্য লেখা থাকে? কুররান ও হাদিসের আলোকে কি বলে? এটা বিশ্বাস আর অবিশ্বাস করা কোন গুনাহের কাজ?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হাতে কিছু লেখা থাকে না। এগুলো বিশ্বাস করা শিরক। কোনভাবেই এই শিরকে লিপ্ত হওয়া যাবে না।