পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না এরকম মানুষের সাথে কুরবানির গোরুতে অংশ নেওয়া যাবে কি না?
উত্তর
কুরবানী একটি বড় ইবাদত। সুতরাং আল্লাহভীরু ধার্মিক নামাযীদের সাথেই ভাগে কুরবানী করবেন। প্রয়োজনে ছাগল তথা ছোট পশু দিয়ে কুরবানী করবেন তবুও বেনামাযী বা প্রকাশ্যে পাপ করে এমন মানুষদের সাথে কুরবানী করবেন না।