আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি এক জটিল সমস্যায় আছি, আমার তিন ছেলেমেয়ে। তিনটাই সিজারে হয়েছে। এরপর ডাক্তার বলেছেন চতুর্থবার সিজার রোগীনির জন্য ঝুঁকিপূর্ণ। তাই লাইগেশন করাতে হবে (সন্তানের নারি কেটে ফেলতে হবে) কিন্তু তখন আমি জানতাম না যে এই পদ্ধতি ইসলামে নিষিদ্ধ। কিন্তু লাইগেশন করার কিছুদিন পরে জানতে পারলাম এটা করা হারাম। এখন আমি কি করতে পারি, আমাকে সঠিক মাসআলা দিয়ে উপকৃত করবেন। আমি খুবই চিন্তিত আছি।