As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6945

গুনাহ

প্রকাশকাল: 19 May 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি এক জটিল সমস্যায় আছি, আমার তিন ছেলেমেয়ে। তিনটাই সিজারে হয়েছে। এরপর ডাক্তার বলেছেন চতুর্থবার সিজার রোগীনির জন্য ঝুঁকিপূর্ণ। তাই লাইগেশন করাতে হবে (সন্তানের নারি কেটে ফেলতে হবে) কিন্তু তখন আমি জানতাম না যে এই পদ্ধতি ইসলামে নিষিদ্ধ। কিন্তু লাইগেশন করার কিছুদিন পরে  জানতে পারলাম এটা করা হারাম। এখন আমি কি করতে পারি, আমাকে সঠিক মাসআলা দিয়ে উপকৃত করবেন। আমি খুবই চিন্তিত আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর কাছে উক্ত কাজের জন্য ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এই ধরণের যে কোন কাজ করার আগে ইসলামের বিধান জেনে নিবেন।