As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6902

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Apr 2024

প্রশ্ন

আমার মা একজন সরকারি ককর্মচারী ছিলেন। সে স্বইচ্ছায় কিছুদিন আগে চাকরী থেকে ইস্তফা দেন দ্বীনের কাজে বেশি সময় দেয়ার তাগিদে। পূর্বে তার বেতন থেকে আমাদের পরিবারে প্রায় অধিকাংশ টাকা সংসারের বিভিন্ন প্রয়োজনে স্বইচ্ছায় খরচ করতেন। এখন এলপি আর এর পরে তার পেনশন ভাতা আগের চেয়ে অনেক কমে গেছে। আমার প্রশ্ন হলো এমন কোন ক্ষেত্রে বাসায় বসে পেনশনের টাকা ইনভেস্ট করা যেতে পারে যাতে সে মাসে একটা ভাল টাকা রোজগারও হয় আবার হারামও যেন না খাওয়া লাগে। এটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমার কারন আমার মায়ের অনেক দায়িত্ব । আমরা সন্তানরা এখনো কেউ সাবলম্বি হয় নি এখনো।

উত্তর

যে কোন হালাল ব্যবসায় টাকা ইনভেস্ট করতে পারেন। আপনাদের সুবিধা অনুযাযী খোঁজখবর নিয়ে যেখানে একটু বেশী লাভ পাওয়া যায় সেখানে টাকা দিতে পারেন। পরিচিত ব্যবসায়ীদের সাথে কথা বললে একটা ধারণা পেতে পারেন।