As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6857

জায়েয

প্রকাশকাল: 1 Apr 2024

প্রশ্ন

আমাদের মসজিদে তারাবীহ হয় । তারাবীহর আগে সবাই দুই রাকাত এশার সুন্নাত সালাত আদায় করে,,,,,,,, সমস্যা হলো ,তাদের সাথে সুন্নাত সালাত আদায় করতে গিয়ে আমি তারাবীহ তে পিছ পরে যাই। কারণ সবাই অনেক দ্রুত নামাজ পড়ে। আমার প্রশ্ন হলো,,, আমি কি ঐ দুই রাকাত নামাজ তারাবির পর আদায় করতে পারবো?

 

উত্তর

আপনি এশার সুন্নাত শেষ করার পর তারাবীতে শরীক হবেন। তারাবীহ হয়তো দুই রাকআত পাবেন না, তবুও সুন্নাত তারাবীর আগ পড়বেন।