As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6845

নামায

প্রকাশকাল: 27 Mar 2024

প্রশ্ন

নামাজের আগে আমরা যে মুখে নিয়ত পডি, এ নিয়ত পড়া টা কি জায়েজ??? আশা করি প্রশ্ন গুলোর উত্তর দিবেন ????

উত্তর

নিয়ত হৃদয়ের বিষয়, মুখে বলার প্রয়োজন নেই। তবে মুখে বললে না জায়েজ হবে না।