আমার বাসা রংপুরে, এখানে একটি মসজিদ আছে যার ভিতরের এক সাইডে এক পীর এবং তার স্ত্রীর কবর রয়েছে। কবরটি এমনভাবে রয়েছে যে শেষের কাতারে কেউ নামাজ পড়লে সে যখন সিজদা দেয় তখন কবরটি তার সামনে পরে। সহজ করে বললে কবর দুটি মসজিদের চার দেওয়ালের ভিতরে রয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া জায়েজ হবে???