As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6829

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Mar 2024

প্রশ্ন

আমার বোনের কাছে দুই ভড়ি স্বর্ণ আছে যার বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা। তার কাছে নগদ কোনো অর্থ নেই। তার কি যাকাত দিতে হবে?? এক হুজুর বলেছেন ৫২ তোলা রুপার সমমুল্যর সোনা থাকলেও নাকি যাকাত দিতে হবে। একটু বুঝিয়ে বলবেন শায়েখ।

২য় প্রশ্ন : কারো যদি গোসল ফরজ হওয়ার পরেও সে সাধারণভাবে গোসল করে, মানে এমনি শুধু পাণি ঢেলে গোসল করে তাহলে কি সে নাপাক থেকে যাবে??

উত্তর

না, শুধু দুই ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে না। স্বর্ণের নেসাব সাড়ে সাত ভরি। শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি থাকলেই কেবল যাকাত দিতে হবে। স্বর্ণের সাথে টাকা বা রোপা থাকলে তখন রোপার নেসাব ধরে যাকাত আদায় করার মধ্যে সতর্কতা নিহিত।