একজন মহিলার উপার্জন করে এমন কয়েকজন ছেলে আছে যারা গার্মেন্টসের কর্মী, তারা মহিলাকে মোটামোটি খরচ দেয় কিন্তু মহিলার নিজ এলাকায় থাকার জন্য কোন ঘর নেই, তাই উনি বাড়িতে কাজ করে ঘর তুলার জন্য টাকা জমাচ্ছেন। উনাকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? উল্লেখ্য উনাদের বাড়ি চরে তাই আবাদযোগ্য জমিজমা তেমন নেই বললেই চলে, বাড়ি-ভিটা ও আবাদি জমি নদীতে বেশিরভাগই বিলীন হয়ে গেছে।