As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6796

যাকাত

প্রকাশকাল: 18 Mar 2024

প্রশ্ন

আমার আব্বার মৃত্যুর পর, তার পেনশনের ৪ লক্ষ টাকা রয়েছে। এছাড়া আম্মার কাছে ৫০ হাজার টাকা রয়েছে (জমা টাকা)। পরিবারের সদস্য :আম্মা,দুই ভাই,এক বোন।

আমাদের কারো উপর  কি যাকাত ফরজ হয়েছে?

উত্তর

রুপার নিসাব অনুযায়ী আপনার বোন এবং আম্মা বাদে আপনাদের দুই ভাইয়ের উপর যাকাত ওয়াজিব।  সুতরাং যাকাত দিয়ে দিবেন।