As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6775

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Mar 2024

প্রশ্ন

প্রশ্ন ১, শরিয়া ভিত্তিক ব্যাংকে আমার ২২ লক্ষ টাকা লোন আছে ,  নগদ টাকা চল্লিশ লক্ষ টাকা আছে ডিপিএস একাউন্টে, আমি কত টাকার যাকাত দেবো।

প্রশ্ন ২, শশুর শাশুড়ি  শালিকে যাকাত দেয়া যাবে কি,  টাকার মালিক আমি কিন্তু স্ত্রীর নামে কিছু টাকা আছে,  সেই টাকা থেকে শ্বশুর-শাশুড়িকে যাকাত দেয়া যাবে।

উত্তর

আপনাকে চল্লিশ  লাখ টাকার যাকাত দিতে হবে। ব্যাংক ঋন যাকাতের হিসাব থেকে বাদ যাবে না। ব্যাংক ঋন স্বাভাবিক ঋন হিসেবে গণ্য নয়। ২। জ্বী, আপনার শ্বশুর, শ্বাশুড়ি ও  শালিকাকে আপনি যাকাত দিতে পারবেন। স্ত্রীর নামে থাকা টাকা যদি আপনি স্ত্রীকে দান করে দেন তাহলে সেই টাকা থেকে তাদেরক যাকাত দিতে পারবেন না। আর যদি দান করে না দেন, মালিক আপনিই থাকেন তাহলে সেই টাকা দিয়ে তাদেরকে যাকাত দিতে অসুবিধা নেই।