As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6736

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 18 Feb 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি কিছুদিন যাবত কোষ্ঠকাঠিন্যে ভুগছি। আমি মলত্যাগ করার পর পানি ও ঢিলা উভয়ই ব্যবহার করি।কিন্তু পবিত্র হওয়ার পর হাটা চলা বা বায়ু ত্যাগ করলে বা বসলে মনে হয় কিছু একটা বের হল।চেক করার পর দেখি হলুদ দাগ এটা প্রায়ই হয়।গরমকালে ঘাম হলে এই দাগ আন্ডারওয়ারেও আসে।আবার পায়খানা চেপে রাখলেও এই দাগ দেখা যায়।আমার বাবা এটা পাত্তা দিতে নিষেধ করেছেন।আমার এটা ধোয়ার সময় নেই আমি একজন ছাত্র।এই দাগের কারণে কি আমার শরীর বা কাপড় অপবিত্র হবে?এটা প্রায়ই হয় তার মানে কি এটা মাফ? মাফ হলে কাপড় বা শরীর ধোয়ার প্রয়োজন আছে কি? এটার কারণে সালাত আদায় করতে পারছি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু একটা দাগ পরিমাণ নাপাক হলে সেটা নামাযের জন্য প্রতিবন্ধক নয়, এতোটুকু পরিমান ক্ষমাযোগ্য। সুতরাং আপনার নামায করতে কোন সমস্যা নেই। আর এই সমস্যা সমাধানের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন, যাতে হৃদয়ে  প্রশান্তি আসে।