As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6734

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 Feb 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। গত দুইদিন ধরে আমার স্বামীর সাথে কিছু বিষয়ে মান অভিমান চলছিলো, আমি তার ব্যবহারে প্রচন্ড কষ্ট পেয়েছি বলার পর ও সে অনুতপ্ত ছিল না বরং আমাকে আরো কষ্ট দিচ্ছিলো।
আমরা দুজন দুই জায়গায় থাকি, আমাদের যেহেতু মেসেজে কথা হয় তাই আমি রাগ করে তাকে ব্লক করে রাখি, আর তাকে বলেছিলাম আমি এত কষ্ট পেতে চাই না আর, আমি বাকি জীবন নিজের বাবা মা কে নিয়ে থাকতে চাই। আমি তালাক চেয়ে বলিনি আমি শুধু চাইছিলাম, যেহেতু আমি এত কষ্ট পাচ্ছি তার কাছে তাহলে আমি দূরে ই থাকি, যোগাযোগ না করি তাহলে কষ্ট পেতে হবে না।
পরে আবার সে ফোন করে রিকুয়েস্ট করে আনব্লক করার জন্য তখন আমি আনব্লক করে তাকে বলি “তুমি প্লিজ আমাকে আর ফোন দিও না, আমি আর কষ্ট পেতে চাই না।” আরো অনেক তর্ক হয়, অনেক কথা হয়, এক পর্যায়ে আমার স্বামী বলে যে,
” আচ্ছা ব্লক করে দাও, তুমি নিজের মতো থাকতে চাও তো………আর কি বলবো…মনে পরলে ফোন দিও।”
আমার স্বামীকে জিজ্ঞেস করায় সে বলেছে, এই কথা বলার সময় সে মনে মনে ভেবেছে তার তালাকের নিয়ত নাই, সে শুধু কষ্ট পেয়ে বলেছে, রাগ করেও বলেনি।

“তুমি নিজের মতো থাকো” এভাবেও বলেনি, বলেছে “নিজের মতো থাকতে চাও তো…” বলে থেমে গেছিলো…

আর আমি প্রথম বার ব্লক করার আগে এই কথা বলেছিলাম যে, আমি বাকি জীবন আব্বু আম্মুকে নিয়ে থাকতে চাই। আমি আসলে রাগ করে বলেছিলাম যে যেহেতু কথা হলেই আমি কষ্ট পাচ্ছি বরং আমরা যোগাযোগ না করি, আমি আমার বাবা মা কে নিয়ে ই থাকি, তালাক চাওয়া আমার উদ্দেশ্য ছিলো না।

তার অনেক পরে আমি আবার আনব্লক করি এবং বলি আমাকে আর ফোন দিবা না, আরো অনেক কথা হয় সে আমাকে কিভাবে কষ্ট দিয়েছে এসব নিয়ে তার এক পর্যায়ে সে বলে” ঠিক আছে, ব্লক করে দাও, তুমি নিজের মতো থাকতে চাও তো…..আর কি বলবো..মনে পরলে ফোন দিও…”

এখন আমার ভয় হচ্ছে এখানে কি আমার পক্ষ থেকে বিচ্ছেদ চাওয়া হয়েছে আর তার এই কথায় কি সেটা সম্মতি সূচক বোঝায়? যদিও সে এই কথা বলার সময় মনে ভেবেছে যে সে কোন তালাক বা বিচ্ছেদের নিয়তে বলছে না।

অনেক দুশ্চিন্তা হচ্ছে আমাকে দয়া করে জানাবেন আমাদের কি তালাক হয়ে গেছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তালাক হয় নি। আর এক জায়গায় না থেকেও এতো কষ্ট পাওয়া-দেওয়ার বিষয়টি বোধগম্য নয়। ছাড় দেয়ার অভ্যাস গড়ে তুলুন, তাহলে কষ্ট কম পাবেন। আর ভবিষ্যতে এই ধরণের কোন কথা বলবেন না।