As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6691

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Jan 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,,

স্যার আমি জেনেরাল পড়ুয়া,আমি মাদ্রাসায় পড়ি নাই, তবে কুরআন পড়তে পাড়ি, আমি সহি শুদ্ধ ভাবে কুরআন পড়তে চাই, এবং নিজের আখলাক ইলম অর্জন করতে চাই,  দীনি মানুষের সাথে থেকে,তো বর্তমান যুগে এমন পরিবেশ পাচ্ছি না, আমি মাদ্রাসায় থাকতে চাচ্ছি রমজান মাসে,আমার মা আমাকে অনুমতি দিচ্ছে না, তিনি বলেন আমি রমজানে সব কাজ একা একা কি ভাবে করবো। আর ভালো বিয়ে আসলে দিয়ে দিবে।

আমি অনেক বুঝিয়েছি পরে মুখ কালো করে বলে আমি জানি না,তোর যেইটা ভালো লাগে ঐইটা কর আমি জানি না।

শায়েখ আমি যদি মার অবাধ্য হয়ে মাদ্রাসায় যাই তা হলে কি আমার গুনাহ হবে, আমার ভাই ও রাজি হয় না।

আমার কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মা রাজি না থাকলে আপনার মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই। বাসায় কোন শিক্ষিকা রেখে কুরআন ভালো করে শিখতে পারেন। বর্তমানে বাসায় থেকেও বিভিন্নভাবে কুরআন শেখা যায়।