As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6683

আকীদা

প্রকাশকাল: 25 Jan 2024

প্রশ্ন

আমি একজন ক্যান্সার পেশেন্ট।কেমোথেরাপি দেয়ার কারনে অনেক সময় বাসার সবার সাথে খারাপ ব্যবহার করি।পরে খারাপ লাগে।রাগ কমানোর উপায় কি??আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনা এমনকি বসেও সেজদা দিতে পারিনা।এই অবস্থায় নামাজ কবুল হবার উপায় জানতে চাই এবং উত্তম আমল সম্পর্কে জানতে চাই।

উত্তর

আপনি বসে বসে ইশারায় নামায আদায় করবেন। রুকুর থেকে সাজদার সময় মাথা একটু বেশী নীচু করবেন। বেশী বেশী কুরআান তেলাওয়াত করবেন। দুআ ও যিকিরে সময় পার করবেন। রাগের সময় আউযুবিল্লাহি মিনাশায়ত্বনির রযিম বেশী বেশী পাঠ করবেন।