ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রাপ্তবয়স্ক যুবক। মসজিদে যেতে যদি কোন সমস্যা না থাকে তাহলে মসজিদে নামায আদায় করবেন। এক্ষত্রে বাবা-মায়ের কথা মান্য করা জরুরী নয়। কুরআন-সুন্নাহের আদেশের বিপরীতে বাবা-মায়ের কথা শোনা যাবে না। তবে যদি গ্রহনযোগ্য কোন কারণ থাকে তাহলে ভিন্ন কথা। যেমন এসময় মসজিদে গেলে শত্রুদের পক্ষ থেকে আক্রমনের সম্ভাবনা থাকে তাহলে বাড়িতে নামায পড়তে পারেন।