আস-সালামু আলাইকুম। আমিসহ পরিবারের তিনজন সৌদি আরব যাওয়ার জন্য ওমরা ভিসা করেছি। সেখানে আমরা ৬০দিনের মত থাকার ইচ্ছা করেছি। আমার বাবা জেদ্দায় কাজ করে। আমরা চাচ্ছি প্রথমে সেখানে যেয়ে কয়েকদিন থেকে তার পর ওমরা করতে। আমার প্রশ্ন হলো এভাবে ওমরা করলে কি সঠিক হবে? নাকি প্রথমে মিকাত হতে ইহরাম বেধে ওমরা করতে হবে?