As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6667

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 16 Jan 2024

প্রশ্ন

আমাদের চিলেকোঠায় একটি কুকুর প্রবেশ করে এবং আমাদের অনুপস্থিতিতে সেখানকার বিভিন্ন জিনিস এদিক-সেদিক করে ফেলে। সেখানে আমার জুতা ছিল পরে দেখি জুতা নিচে পড়ে আছে। আমি সঠিক জানিনা জুতাতে কুকুর মুখ দিয়েছিলো কিনা তবে যেহেতু নিচে পড়ে ছিল তাই মুখ দিয়েছে বলেই প্রবল ধারনা করছি। এখন এই জুতা কি নাপাক? নাপাক হলে তা কিভাবে পরিষ্কার করব?

উত্তর

জুতা পবিত্র করার পদ্ধতি হলো জুতা পানি দিয়ে ধৌত করে পানি পুরোপুরি নিংড়াবেন, মোট তিনবার ধৌত করে পানি নিংড়াবেন। এভাবে জুতা এবং এ জাতীয় বস্তু পবিত্র হয়।