As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6665

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম. শায়েখ এই বর্ণনাটি  কতটুকু সত্য ? ফাতেমা (রাঃ)-এর মৃত্যুর পর আলী (রাঃ) পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে আরো আট জন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর অন্যান্য স্ত্রীগণ হ’লেন- (১) উম্মুল বানীন বিনতে হিযাম, (২) লায়লা বিনতে মাসঊদ, ৩. আসমা বিনতে উমায়েস, ৪. উম্মে হাবীবা বিনতে রাবী‘আ, ৫. উমামা বিনতে ‘আছ, ৬. খাওলা বিনতে জা‘ফর, ৭. উম্মে সাঈদ বিনতে ওরওয়া, ৮. মাহইয়া বিনতে ইমরিল ক্বায়েস (ইবনু কাছীর, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৭/৩৬৬-৩৬৮)। দয়াকরে আরবী ইবারত সহকারে উল্লেখ করবেন?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী রা. উক্ত মহিলাদেরকে বিবাহ করেছিলেন। তবে একসাথে চারজনের বেশী কখনো ছিলো না। বিস্তারিত জানতে