As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6657

মানত

প্রকাশকাল: 13 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার স্ত্রী প্রতি বৃহষ্পতি ও সোমবার নফল রোজা রাখার নিয়ত করেছেন। সে মোতাবেক তিনি প্রায় দুই বছর যাবৎ আমল করছেন। আমি পেশাগত কারণে দুরে থাকি। আমি বাসায় গিয়ে তিন দিন অবস্থান করলে তার একদিন নফল রোজা পড়ে যায়। এ রোজা রাখার জন্য স্ত্রী আমার কাছে কোন অনুমতি নেন নি। এমনকি আমি অনুমতির বিষয়টি স্মরণ করে দিলেও তিনি আমাকে জানানোর প্রয়োজন মনে করেন না। এভাবে রোজা রাখায় আমার কিছুটা আপত্তি রয়েছে। এতে কি আমার গুণাহ হচ্ছে? অথবা আমার স্ত্রী কাজটি ঠিক করছেন কি? অনুগ্রহ করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রী ভুল করছেন। আপনার কথার বাইরে এভবে নফল রোজা রাখতে তিনি পারবেন না। তাকে বুঝিয়ে সমাধান করবেন।