As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6649

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 10 Jan 2024

প্রশ্ন

১। আমার নাপাক লুঙ্গি ধোয়ার সময় তা না চিপে শুধু পা দিয়ে চাপ দিয়ে পানি বের করা হয়েছে। এভাবে কয়েকবার করা হয়েছে। এবং পানি দ্বারা ধোয়াও হয়েছে। কিন্ত কাপড়টি রোদে শুকনোর পর নাপাকের দাগ দেখেছি। এবং তা তুলে ফেলেছি। এতে কি কাপড় পাক হয়েছে?

২। লুঙ্গিটি ধোয়া শেষে পাক কাপড়ের সাথে বালটিতে করে রোদে শুকানোর জন‍্য নিয়ে যাওয়া হয়েছিল। এতে কি পাক কাপড়গুলো নাপাক হয়েছে।

উত্তর

না, নাপাক লুঙ্গি পাক হয়নি। নতুন করে চিপে ভালো করে ধুতে হবে, যেন কোন নাপাকি অবশিষ্ট না থাকে। ২। জ্বী, নাপাক লুঙ্গির কারণে অন্যান্য কাপড়গুলোও নাপাক হয়ে গেছে। সেগুলো পানি দিয়ে চিপে ভালো করে ধৌত করতে হবে।