প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন বহুমুখী জ্ঞানের অধিকারী এবং সমাজ সচেতন আলিম। দীনি আলোচনার মধ্যে তিনি প্রাসঙ্গিক বিভিন্ন আধুনিক বিষয় তুলে ধরতেন। তিনি যে বিষয়ই আলোচনা করতেন, মনে হত তিনি সে বিষয়েই বিশেষজ্ঞ পণ্ডিত।
তিনি সত্য বলার ক্ষেত্রে কখনোই পাশ কাটানোর চেষ্টা করেন নি, সেটা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও। কারণ তিনি অনুসরণের চেষ্টা করতেন কুরআনের এই আয়াতটিকে, যেখানে বলা হয়েছে:
وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى
যখন তোমরা কথা বলবে, ন্যায্য বলবে। স্বজনদের সম্পর্কে বললেও।1আল কুরআন, সূরা আনআম ৬:১৫২।
————————
বই: যুগের মহান দাঈ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), জানুয়ারি ২০২১ ঈসায়ী, পৃ. ৪৬
লেখক: আবব্দুর রহমান।