সুন্নাতে নববীর বিপরীতে কোনো সাহাবীর ব্যক্তিগত কর্ম।
(চ) সুন্নাতে সাহাবীর পর্যায় নির্ধারণে ইমাম আবু হানীফার মতামত
সাহাীগনের অনুসরণ ও তাদের মতামতের পর্যায় নির্ধারণের বিষয়ে ইমাম আবু হানীফা [মৃ. ১৫০ হি.] বলেন: “আমি আল্লাহর কিতাব অনযায়ী চলব। আল্লাহর কিতাবে যা নেই সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত অনুযায়ী চলব। আল্লাহর কিতাবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতে যদি কোনো বিষয় না পাওয়া তাহলে আমি সেক্ষেত্রে তাঁর সাহাবীগণের মতাম গ্রহণ করব।”1ইবনু আব্দুল বার, আল-ইনতিকা’ ফী ফাযাইলিল আইম্মাতিস সালাসা, পৃ. ১৪২, ১৪৩।
বই: এহ্ইয়াউস সুনান।