আমাদের দেশে আগে এক ধরনের কুসংস্কার ছিল, এখন আরেক ধরনের কুসংস্কার আসছে। আগের কুসংস্কার ছিল হিন্দুয়ানি-শিরকি- সকাল বেলায় ঘর লেপবে, মহিলারা পুকুরে গিয়ে গোসল করে আসবে- নামায পড়ুক বা না পড়ুক। অমুকটা কোরো না, লক্ষ্মী চলে যাবে, অমুকটা কোরো না, বরকত হবে না, ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্যাগুলো তেমন একটা নেই। তবে বর্তমানে নতুন নতুন কুসংস্কারের অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে। এগুলো না জানা বা ভুল জানার মাধ্যমে। যেমন, ‘বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে সুন্দর শাড়ি পরলে সারা বছর আমাদের ভালোই চলবে’। এ রকমই একটা কুসংস্কার অথবা সুসংস্কার আমাদের সামনেই আসছে। সেটা হল বসন্ত বরণ।
বই: মিম্বারের আহবান
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।