ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এক্ষেত্রে মূলনীতি হলো যে জিনিসের ব্যবহার হারাম ও হালাল উভয় কাজে সমান ভাবে কিংবা হালাল কাজে বেশী হয় সেই জিনিসের ব্যবসা এবং সেই জিনিসের প্রতিষ্ঠানে চাকুরী জায়েজ। ক্যামেরা যেহেতু ভাল ও খারাপ কাজে সমানভাবেই ব্যবহৃত হয় আর জিনিসটি বর্তমানে অনেক সময় প্রয়োজন হয় তাই ক্যমেরা বিক্রয় ও মেরামত জায়েজ বলেই মনে হয়। তবে এই ব্যবসা থেকে বেচেঁ থাকতে পারলেই ভাল।