আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 941

নামায

প্রকাশকাল: 27 আগস্ট 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১। ফরজ,সুন্নত,নফল যে কোন নামাজে সালাম ফিরানোর আগে (১)আল্লা-হুম্মা আইন্নি আলা জিকরিকা ওযা শুকরিকা…., (২) আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা…., (৩) আল্লাহুম্মা আজিরনি মিনান্নার…., (৪) আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন…., (৫) রাব্বির হাম হুমা কামা ……, (৬) আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবরি, ওয়ামিন আজাবি জাহান্নাম, ওয়ামিন ফিতনাতিল মাহইয়ায়া ওয়াল মামাতি, ওয়ামিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। (৭) রব্বানা আতিনা ফিদ দুনইয়া…, এ দুয়াগুলা কি পড়া যাবে? যদি আমি ইমাম বা মুক্তাদি হয়?
২। কুরআনে বর্নিত যে দূয় গুলি আমরা পড়ি তার আগে কি আল্লা-হুম্মা যোগ করে পড়তে হয়, যদি তাই হয় তবে সেটা কি আবশ্যিক? জাজাকাল্লাহু খয়রান.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনি উক্ত দুআগুলো যে কোন নামাযে সালাম ফিরানোর আগে পড়তে পারেন। আর কুরআনে বর্ণিত দুআর আগে আল্লাহুম্মাে যোগ করার প্রয়োজন নেই।