আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 913

সফর

প্রকাশকাল: 30 জুলাই 2008

প্রশ্ন

Aslamualikum. আমি কোনো এক দিন সারাদিন ২৪ গন্টা বাস এ সিলাম। আমার ৫ ওয়াক্ত সালাত পরতে পারি নি। পরের দিন সালাত আদায় করলে গোনাহ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিনা কারণে সালাত পরিত্যাগ করলে অবশ্যই গুনাহ হবে। আর যদি গ্রহনযোগ্য কারণ বশত সময়মত না আদায় করতে পারেন তাহলে গুনাহ হবে না। তবে উভয় অবস্থাতেই কাজা করতে হবে। দলীলসহ জানতে দেখুন আমাদের দেয়া ২৩০ নং প্রশ্নের উত্তর।