আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 912

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 29 জুলাই 2008

প্রশ্ন

ক) প্রস্রাব করার কত সময় পর পানি খরচ করা যাবে? খ) যদি প্রস্রাব করার পর পানি খরচ না করা হয় এবং পরিধেয় বস্ত্র ঘামে ভিজে যায়, তাহলে কি তা নাপাক হয়ে যাবে?

উত্তর

প্রস্রাব করার পর পানি, ঢিলা বা টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কত সময় পর কেন প্রশ্ন করছেন এটা বুঝতে পারছি না। প্রস্রাব শেষ হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জর করতে হবে। যদি কারো সঙ্গে সঙ্গে পানি খরচ করলে প্রস্রাব বের হবে বলে সন্দেহ হয় তাহলে উঠে টিস্যু ব্যবহা করে পানি ব্যবহার করবে। তবে হাটাহাটি পরিত্যাগ করবে, এটা ভাল দেখা যায় না। ঘাম নাপাক নয়, পাক বা পবিত্র। সুতরাং ঘামের কারণে কোন কিছু অপবিত্র হবে না।