আসসালামু আলাইকুম। আল্লাহ্ স্যার কে জান্নাত নসীব করুন। আমার প্রশ্ন হলঃ
কারো কাজ-কারবার অথবা কথা বার্তায় মনে কষ্ট এলে তার বিরুদ্ধে যদি কারো কাছে গীবত না করে, নিজে নিজেই বিরক্তি প্রকাশ করি (যেমনঃ একজনের একটা কাজ আমার খুব বেশি মাত্রায় অপছন্দনিয় হল। সে আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি নিজে নিজেই বিরক্তি সহ কারে বললাম, বেটা আবুল মার্কা কথা বলে, ফালতু কথা বলে, মাথার মধ্যে কিছুই নাই) এই জাতীয় কথা আমি নিজে নিজেই বকলাম। জনাবের কাছে আমার প্রশ্ন হল, এতে কি আমি গুনাহগার হবে? জানতে পারলে খুব উপকৃত হব। কারন এটা আমার ক্ষেত্রে বেশি পরিমান হয়ে থাকে।