আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7008

হালাল হারাম

প্রকাশকাল: 8 জুলাই 2024

প্রশ্ন

আল্লাহ তা‘আলা কুরআনে শূকরকে হারাম ঘোষণা করেছেন এবং রাসুলুল্লাহ (সাঃ) হাদীসে মৃতপ্রাণীর চর্বি ব্যবহারের কারণে ইহুদিদের নিন্দা করেছেন। তাহলে বর্তমানে যেসকল খাবার এবং সাবান, শেম্পুসহ বিভিন্ন প্রসাধনীতে এসব প্রাণীর চর্বি অথবা গোশত ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহারের বিধান কী? এবং এগুলো ব্যবহার যদি হারাম হয় তাহলে এসব হারাম পণ্যগুলো আইডেন্টিফাই করার উপায় কী? আর এগুলোর বিকল্প হালাল কীসব পণ্য ব্যবহার করা যেতে পারে?

উত্তর

যদি কোন পণ্য সম্পর্কে কোনভাবে জানা যায় যে তাতে শুকুরের চর্বি বা মৃত প্রাণীর চর্বি কিংবা গোশত আছে  তাহলে সেটা ব্যবহার করা জায়েজ হবে না। জানা যাওয়ার কোন সুযোগ না থাকলে সেটা ব্যবহার করলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। বিশেষ করে মুসলিম দেশগুলোতে যে সব পণ্য উৎপাদন হয় তাতে এগুলো থাকে না। অমুসলিমদেশ গুলোর এসকল পণ্যগুলোকে ব্যহার না করায় উত্তম, কারণ সেখানে এই সব হারাম দ্রব্য মেশানোর সম্ভাবনা থাকে।