আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6960

জায়েয

প্রকাশকাল: 26 মে 2024

প্রশ্ন

আস-সালামু  আলািইকুম।  শায়েখ আমি একটা অফিসে চাকরি করি। আমার অফিসে অনেক হিন্দু ডাঃ আছেন । যারা আমাদের সব সময় সালাম দিয়ে থাকে। আমরা তাদের সালামের জবাব দিতে পারবো কী? আর আমরা তাদের সালাম দিতে পারবো কী? কুরআন ও হাদিসের দলিলসহকারে পেশ করলে খুবই উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিধর্মীদের সালামের পুরো উত্তর দেয়া যাবে না। শুধুমাত্র “ওয়াআলাইকুম” বলবে। أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم”‏ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏”‏‏ আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া আলাইকুম (তোমাদের উপরও)।  সহীহ বুখারী, হাদীস নং ৬২৫৮ বিধমীদের সালাম দেয়া যাবে না। নীচের হাদীসটি দেখুন: عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ فَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ ‏”‏ ‏.‏ আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো।সহীহ মুসলিম, হাদীস নং ২১৬৭