আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 696

নামায

প্রকাশকাল: 26 ডিসে. 2007

প্রশ্ন

আসস্লামুয়ালিকুম…..আমি আনওয়ার হুসাইন চট্রগ্রাম থেকে … আমার প্রশ্ন হল…আমার অফিস ছুটি হয় ৪:৩০, অফিসের গাড়ীতে করে বাসায় যেতে মাগরিবের সময় হয়ে যায়, এখন আমি যদি ৪:২০এ আসরের নামাজ পড়ি, আমার নামাজ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি এমন পরিস্থিতিতে ৪.২০ মিনিটে পড়তে পারবেন। গাড়ীতে না পড়ে পড়ে যাওয়ায় আপনার জন্য হুকুম। হাদীস অনুসারে এ সময়ে অধিকাংশ ফকীহর নিকট আসরেরর নামাযের সময় হয়ে যায়।