আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 695

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 ডিসে. 2007

প্রশ্ন

কাপড়ের যাকাত সম্বন্ধে জানতে চাচ্ছিলাম

উত্তর

আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে মোট কত টাকার কাপড় আছে হিসাব করে শতকারা আড়াই টাকা অর্থাৎ এক লাখে আড়াই হাজার টাকা যাকাত দিবেন। তবে তার আগে দেখতে হবে আপনি যাকাতের নিসাবের অধিকারী কিনা। আপনার কাপড়ের মূল্য যদি বর্তমান বাজারে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয় আর তা যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি নিসাবের অধিকারী।