আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6946

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 মে 2024

প্রশ্ন

আমার বউয়ের কানের দুল ও হাতের আংটি মিলে ৭ আনা স্বর্ণ আছে, যা তিনি সব সময় ব্যবহার করে থাকেন, এর কি যাকাত দিতে হবে ? আর যাকাত ফরজ হলে কত টাকা যাকাত দিতে হবে এই স্বর্ণের?

উত্তর

না, সাত আনার স্বর্ণের জন্য যাকাত দিতে হবে না। সাড়ে ৭ ভরি হলে তখন যাকাত দিতে হবে।