আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6947

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 মে 2024

প্রশ্ন

আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার ছোট খালা আমাকে পালক সন্তান হিসেবে নিয়ে নেয় এবং আমার জন্ম পরিচয় তারা পরিবর্তন করে ফেলে,  আমার সব সার্টিফিকেট, জন্ম সনদ ও ভোটার আইডি কার্ডে তাদের নাম দেওয়া, আমি বুখারীতে একটি হাদিস দেখেছি, যে ব্যক্তি নিজের পিতাকে ছাড়া অন্য পিতাকে নিজের পিতা হিসেবে পরিচয় দিবে তার জন্য জান্নাত হারাম হবে, আমি ছোট থেকে জানতাম তারা আমার বাবা মা না, তাদেরকে চেনার কারনে কখনো মা ও বাবা বলে ডাকিনি, এখন যে কোন প্রয়োজনে ক্ষেত্রে জন্ম সনদ ভোটার আইডি কার্ড ও সার্টিফিকেট লাগে সব জায়গায় জন্মদাতা পরিবর্তে আমার খালুর নাম দেয়া আছে, ডকুমেন্ট হিসেবে তার নাম লিখতে হয়, যেখানে ডকুমেন্ট দিতে হয় না  সেসব জায়গায় আমি আমার জন্মদাতা পরিচিত দেই এখন আমার করনীয় কি?

উত্তর

সার্টিফিকেটসহ যেসব জায়গায় আপনার খালুর নাম দেয়া আছে সেগুলো সংশোধনের জন্য আবেদন করুন। এগুলো সংশোধন করা সম্ভব।