আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6944

নামায

প্রকাশকাল: 18 মে 2024

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম,  আমরা দুবাইয়ে এক রুমে কয়েক জন বাংগালি থাকি। আমাদের নামাজ পড়ার আলাদা জায়গা থাকা সত্ত্বেও। আমরা যখন ঘুমে থাকি তখন তারা ২-১ জন রুমে লাইট জালিয়ে এসি, ফ্যান বন্ধ করে দিয়ে এক জন করে নামাজ পড়ে। তাতে আমাদের ঘুম ভেংগে যায়। আমরা বাকিরা ও নামাজ টাইম মতো পড়ি কিন্তু সেটা আলাদা নামাজের যেই যায়গা আছে সেখানে। তাহলে আমার প্রশ্ন হলো আমার ইবাদাত এর জন্য আমি কি অন্য কাউকে কষ্ট দিতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে অযথা কাউকে কষ্ট দেয়া যাবে না। তাদের জন্য আবশ্যক হলো নামাযের জায়াগায় যাওয়া। যখন সবাই জেগে থাকবে বা কারো  সমস্যা না হয় তখন রুমে নামায পড়তে পারে।