আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6943

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 মে 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি রাগের মাথাই আমার বউকে এসএমএস এ এক তালাক, দুই তালাক দিছি, সেক্ষেত্রে এই তালাক কি হয়ে গেছে? যদি হয়ে জাই তাহলে সব কিছু আগের মতো হবে কি করলে? কোন কাফফারা বা কি করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  দুই তালাক হয়েছে। এখন আপনি তার ইদ্দতের মধ্যে তথা আগামী তিনটি মাসিক শেষ হওয়ার পূর্বেই মৌখিকভাবে বা লিখিতভাবে তাকে বলবেন যে, তাকে আপনি ফিরিয়ে নিলেন। অথবা তার সাথে স্ত্রীর মত আচরণ করবেন। এর মাধ্যমে সব কিছু আগের মত হালাল হয়ে যাবে। তবে আগামীতে আর কোন তালাক আপনি তাকে দিলে সে চিরতরে আপনার জন্য হারাম হয়ে যাবে। কোনভাবেই সে আর স্ত্রী হতে পারবে না। সুতরাং সাবধানে থাকবেন। ভবিষ্যতে কোন অবস্থাতেই এমন করবেন না।