কুরবানী দেয়ার অর্থ গোশত খাওয়া নয়। শুধু গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানীই হবে না। সুতরাং কুরবানী দেয়ার আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে।
তিন ভাগ করা জরুরী নয়। তবে আত্মীয় স্বজনদে খাওয়ানো, গরীবদেরকে খাওয়ানো গুরুত্বপূর্ণ সুন্নাহ। সুতরাং যতটা সম্ভব দান-সদকা করবেন। প্রয়োজন ছোট পশু কুরবানী করবেন, তবুও গোশত বেশী করে রেখে দেওয়ার আশায় বড় পশু কুরবানী করবেন না। গোশত বেশী প্রয়োজন হলে যে কোন সময় পশু কিনে জবেহ করে গোশত রেখে দিবেন।