আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6930

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 মে 2024

প্রশ্ন

মেয়ের শারীরিক দিক দিয়ে বিবেচনা করে ২০ দিনের বাচ্চা না নিয়ে কোন পথ অবলম্বন করা জাযেজ  হবে কি না? এতে কতটুকু পাপ হওয়ার সম্ভবনা আছে?

উত্তর

যদি অভিজ্ঞ কোন চিকিৎসক বলে থাকেন যে, বাচ্চার কারণে মায়ের বড় ধরণের কোন সমস্যা হবে তাহলে গুনাহ হবে না। ছোট-খাটো সমস্যার কারণে বাচ্চা নষ্ট করার কোন সুযোগ নেই। বড় ধরণের গুনাহ হবে।