মেয়ের শারীরিক দিক দিয়ে বিবেচনা করে ২০ দিনের বাচ্চা না নিয়ে কোন পথ অবলম্বন করা জাযেজ হবে কি না? এতে কতটুকু পাপ হওয়ার সম্ভবনা আছে?
উত্তর
যদি অভিজ্ঞ কোন চিকিৎসক বলে থাকেন যে, বাচ্চার কারণে মায়ের বড় ধরণের কোন সমস্যা হবে তাহলে গুনাহ হবে না। ছোট-খাটো সমস্যার কারণে বাচ্চা নষ্ট করার কোন সুযোগ নেই। বড় ধরণের গুনাহ হবে।