আমি মুসলিম। আমার কয়েকজন ভার্সিটির বন্ধু রয়েছে যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি জেনেছি, বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এছাড়াও পরিচিত একজনের সাথে আলোচনায় জানতে পেরেছি তাদেরকে মনে মনে ঘৃনা করতে হবে, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখন মনে মনে ঘৃণা পোষণ করে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেটা আমার কাছে জটিল মনে হচ্ছে। যেহেতু তাদের সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়, কথা হয়, ফলে মনে মনে ঘৃণা করলে অনেক সময়ই তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঝগড়া বেধে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এছাড়াও তাদের বিপদ- আপদে সাহায্য করার ক্ষেত্রেও মনে সংকীর্ণতা আসতে পারে। উদ্ভূত অবস্থার প্রেক্ষিতে আমার নিম্নোক্ত প্রশ্নসমূহ কুরআন ও হাদিসের আলোকে রেফারেন্সসহ উত্তর প্রদান করলে উপকৃত হবঃ
১. ‘বিধর্মীদেরকে মনে মনে ঘৃনা করতে হবে, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না’ কথাটা কি সঠিক? এই কথাটা যদি সঠিক হয় তবে ঘৃনার ধরণ কেমন হওয়া উচিত (কম না বেশি)?
২. বিধর্মীদের সাথে একই ভার্সিটিতে পড়াশোনা করা যাবে কিনা?