আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6915

বিবিধ

প্রকাশকাল: 2 মে 2024

প্রশ্ন

ইসলামি ফিকহ বিষয়ক একটি ভালো মানের বাংলা বই খুজছি (বাংলা অনুবাদ হলেও সমস্যা নাই)। যেখানে কোনো বিষয়ে কুরআন, একাধিক সহীহ হাদিস, একাধিক মাযহাব সহ সমাধান দেওয়া আছে। উদাহরস্বরুপ যেমনঃ সালাত আদায়ে রাফুলিয়া দাইন করা বাঁ না করার বিষয়ে দুটো মতই আছে। এমন একাধিক মতসহ ইসলামি ফিকহ বিষয়ক কোনো ভালো বই আপনাদের জানা থাকলে অনুগ্রহপূর্বক জানাবেন।

উত্তর

বাংলা ভাষায় এরকম ভালো মানের বই সম্ভবত এখনো প্রকাশিত হয় নি। এটা একটি কঠিন ব্যাপার। আর আরবীতে তুলনামূলক সহজ। যেহেতু বিস্তারিত দলীল প্রমাণ সংগ্রহ করা, জানা মূলত (ইসলামী) আলেমদের  কাজ, আর আরবী ভাষাই তাদের জন্য যথেষ্ট, তাই বাংলা ভাষায় এমন বই লেখা, প্রকাশ করার খুব বেশী প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করে না।